আগামীকাল ৪ সেপ্টেম্বর,২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত Zoology Premier League (ZPL) 2024.



এবারের আসরে বিভিন্ন ব্যাচ থেকে মোট ৫টি টিম অংশ নিচ্ছে। টিমগুলো ইতোমধ্যে তাদের দলের নাম, প্লেয়ারদের লিস্ট ও টিম মালিকদের লিস্ট আপডেট দিচ্ছেন। সেজন্য আমরা চূড়ান্ত ফিক্সচার ও টিমের বিবরণ পরবর্তীতে জানিয়ে দেবো!

খেলা শুরুর সময়: সকাল ৮:০০টা

ভেন্যু : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ ( Central Field)

টিমপ্রতি খেলোয়াড় সংখ্যা: ৭/৮ জন

ম্যাচের সময়: (১৫+১৫+৫) মিনিট

খেলার নিয়মাবলি :

১. যথাসময়ে খেলা শুরু করা হবে, সকল খেলোয়াড়কে যথাসময়ে সেন্ট্রাল ফিল্ডে উপস্থিত থাকতে বলা হলো। (যেহেতু অনেক প্লেয়ার-ই দুপুরে যোহরের নামাজ আদায় করবেন, সেহেতু আমাদের চেষ্টা থাকবে দুপুর ১টার মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের নির্ধারিত ম্যাচগুলো শেষ করা)

২. ম্যাচের মধ্যে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় রেফারির সিদ্ধান্ত-ই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে সবাইকে মাথা ঠাণ্ডা রেখে রেফারির মতামতকে গুরুত্ব দিতে অনুরোধ করা হচ্ছে। যেহেতু এ টুর্নামেন্ট ডিপার্টমেন্টের ভাইদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু আমরা আশা করবো সবার মাঝে যেন ভ্রাতৃত্ববোধ বজায় থাকে।

৩. প্রতিটি খেলা শেষে ৫ মিনিটের মধ্যেই পরবর্তী ম্যাচ শুরু করা হবে, সেজন্য পরবর্তী ম্যাচের জন্য প্লেয়ারদের যথাসময়ের মধ্যে প্রস্তুত থাকতে হবে।


প্রতি বছরের ন্যায় এবারও প্রতি ব্যাচ থেকে একটি করে টিম গঠন করতে বলা হয়েছিল। কিন্তু খেলোয়াড় স্বল্পতার কারণে আমরা ঠিক করেছি মোটামুটি ৫টা দল টুর্নামেন্টে অংশ নেবে।

দল-১: ব্যাচ ৬৮ ও ব্যাচ ৬৭

দল-২: ব্যাচ ৬৬

দল-৩: ব্যাচ ৬৫

দল-৪: ব্যাচ ৬৪ 

দল-৫: ব্যাচ ৬৩

বুধবার ও বৃহস্পতিবার - এই দুই দিন, ঢাবি সেন্ট্রাল ফিল্ডে টুর্নামেন্ট আয়োজন করা হবে। খেলায় ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে টিম মালিক হিসেবে দলভিত্তিকভাবে ইচ্ছুক ছাত্রীদের নাম কমেন্টে উল্লেখ করতে অনুরোধ করছি।  এবছর টিম মালিকদের কোনো এন্ট্রি ফি থাকবে না।

পুরস্কারের বিবরণ:

1. Champion trophy

2. Runner-up trophy

3. Medals for Champions & Runners-up 

4. Man of the Finale

5. Tournament’s top scorer

6. Tournament’s best player

7. Fan of the tournament 

সুন্দরভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করতে সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সবাইকে ধন্যবাদ!

Flamingo
Zoology 66