আসসালামুয়ালাইকুম সবাইকে। 

সম্প্রতি ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া ও অন্যান্য এলাকায় ভয়াবহ বন্যার বিষয়ে আমরা সবাই অবগত।

আমরা প্রাণিবিদ্যা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় এর সকল শিক্ষক এবং শিক্ষার্থী ও অ্যালামনাই এর পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে সহায়তার জন্য এগিয়ে যাচ্ছি।

আমরা আমাদের সাধ্যমতো উদ্ধারকার্য,খাদ্য সরবরাহ,শুকনা খাবার ( চিড়া,মুড়ি,চিনি,বিস্কুট ইত্যাদি), ঔষধ , বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন , শুকনা কাপড়(নতুন ও পুরাতন) দিয়েছে । 

উক্ত প্রোগ্রাম সফল করতে সকলের সাহায্য এর জন্য আমরা কৃতজ্ঞ । প্রায় ৩৫০ পরিবারের জন্য খাবার ও পানি কুমিল্লার বুড়িচং, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম , লাকসাম এলাকায় পৌঁছে যায় প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। 

 








আমরা আরেক দফায় এই কার্যক্রম করতে চাচ্ছি তাই ,

আপনারা যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই মুহুর্তে আপনাদের একটু সাহায্যই পারে একটি পরিবারের স্বস্তির কারণ হতে।।

আমরা আমাদের এই ফান্ড কালেকশনকে পুরোপুরি স্বচ্ছ এবং ওপেন রাখতে চাই। যত টাকা কালেকশন হবে প্রতিটির স্বচ্ছ হিসাব আপনাদের জ্ঞাতার্থে ছবিসহ জানিয়ে দেওয়া হবে।

সিয়াম ফেরদৌস ইমন

18-19 , MS , Zoology

01623593673 (Bkash+Nagad)

01763240500(Rocket) 

হাবিব হাসান

18-19, M.S , Zoology

01581754538(Bkash+Nagad)

01625541137(Rocket)

আসপিয়া আক্তার বৃষ্টি

01993209345 (Bkash+Nagad+Rocket)

19-20, 4th year, Zoology.

ব্যাংক একাউন্ট:- 

DBBL Account no:

2951050003876

Account Holder name: Seam Ferdous Emon

Branch: Jhalakathi

Routing no. : 090420061 

Islami Bank Account :

SEAM FERDOUS EMON

20503066700145706

Branch : Brandaria

Routing no. : 125790132 

BRAC BANK 

A/C holder : MD. HASAN 

A/C no:1061590500001 

Branch:Satmashjid road,Dhanmondi 

যেকোনো প্রয়োজনে: 

১। সিয়াম ফেরদৌস ইমন

১৮-১৯ সেশন,M.S. প্রাণিবিদ্যা

মোবাইল নং:01623593673 

২। রাজিয়া সুলতানা সেতু

১৮-১৯ সেশন,M.S. প্রাণিবিদ্যা

মোবাইল নং:01738839548

৩। সাইদুল আমিন ফয়েজ 

১৮-১৯ সেশন; M.S. প্রাণিবিদ্যা 

মোবাইল নং: 01623798956

৪। আসপিয়া আক্তার বৃষ্টি 

সেশন: ২০১৯-২০ , ফোর্থ ইয়ার - প্রাণিবিদ্যা 

মোবাইল: 01993209345

৫। তফসির উদ্দীন খান

সেশন: ২০১৯-২০, ফোর্থ ইয়ার- প্রাণিবিদ্যা 

মোবাইল: 01575146845

৬। নাবিলা জামান জ্যোতি

সেশন: ২০১৯-২০, ফোর্থ ইয়ার - প্রাণিবিদ্যা 

মোবাইল: 01852107500 

৭। শাকিব হাসান 

২০-২১ সেশন, থার্ড ইয়ার- প্রাণিবিদ্যা 

মোবাইল নং 01716507650

৮। মো: মিফতাউল হুদা 

সেশন: ২০২১-২২ , সেকেন্ড ইয়ার- প্রাণিবিদ্যা 

মোবাইল:   01872824399

৯। নাফিসা নাওয়াল

সেশন : ২০২২-২৩ , ফার্স্ট ইয়ার- প্রাণিবিদ্যা 

মোবাইল: 01636574142


#deptofzoology,DU