আজ ২রা আগস্ট,২০২৪ প্রাণীবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের ৬৪ ব্যাচের  Md. Jubaer Ahmed কে গলাচিপা থানায় আটক করে নিয়ে যাওয়া হয় । চলমান কোটা আন্দোলনকে ঘিরে সন্দেহ এর বশে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে । 

আলহামদুলিল্লাহ, সে এখন ছাড়া পেয়েছে এবং তার নামে কোন প্রকার মামলাও করা হয়নি।। 

আমাদের ডিপার্টমেন্টের স্যার এবং ম্যাডামদের সহযোগিতার মাধ্যমে Md. Jubaer Ahmed কে মুক্ত করা সম্ভব হয়েছে! 

We all are forever grateful to our teachers. 

এর আগে , 

প্রাণিবিদ্যা বিভাগের ৬৪ ব্যাচের (২০১৮-১৯ সেশন)  ছাত্র Md. Jubaer Ahmed কে তার গ্রামের বাড়ি গলাচিপা, পটুয়াখালী থেকে আজ জুম্মা র নামাজের পর পুলিশ এরেস্ট করেছে বলে ওর ছোট বোন জানিয়েছিল ।

 জুবায়ের বর্তমানে আমাদের বিভাগের Wildlife থেকে মাস্টার্স করছে। 

 সে কোন ধরনের রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলো না। 

তার বাবা মারা গেসেন ২/৩ বছর আগে।  এর পর থেকে ওর পুরো পরিবার  ও নিজে উপার্জন করে চালায়।   আজ তাকে গ্রেপ্তার করা হলো, কোন কারণ ছাড়াই। 

পরবর্তীতে বিভাগের শিক্ষক এবং alumni সদস্যের সহযোগিতায় তাকে ছাড়িয়ে আনা হয় । 



স্বত্বাধিকারঃ Razia Sultana Setu ( Dept of Zoology, University of Dhaka) 
#deptofzoology,DU