ছোট বেলায় গ্রামে বন্যার পানিতে খাল নদীর সাথে একীভূত হয়ে গেলে সেখানে অনেক শুশুক  দেখতে পেতাম। রাজশাহী শহরে পদ্মা নদীতেও অনেক শুশুক দেখেছি। কিন্তু এখন দেখা যায় না।

বাংলাদেশে কোথায় শুশুক বেশী দেখা যাচ্ছে এবং মানুষের সাথে এর কনফ্লিক্ট নিয়ে আমাদের একটা নোট পাবলিশ হয়েছে TAPROBANICA নামক জার্নালে (Q2, Impact factor: 1.09)। আমরা ১৭-১৮ সেশনের ৪ জন ফ্রেন্ড (Aziz Barkat, Rakibul Islam Robin, setu mallick, Muhammad Rokonuzzaman Rokon) অনলাইনে প্রাপ্ত নিউজ রিপোর্ট অ্যানালাইসিস করে প্রায় এক বছর আগে পেপারটা সাবমিট করেছিলাম। আজ সেটা পাবলিশ হয়েছে।

এর আগে কয়েকটা পেপারে কাজ করার সৌভাগ্য হয়েছে। তবে এবার অভিজ্ঞ কারো সাহায্য ছাড়াই সব কাজ আমরা করেছি। এজন্য আনন্দটা বেশী। রিভিউ মানুস্ক্রিপ্ট পুরোটা লাল ছিল। একসেপ্ট হবে না ভেবেছিলাম। যা হোক।

জুনিয়রদের অনেকেই রিসার্চ নিয়ে আগ্রহ প্রকাশ করেন। আমাদের সেলেবাস অনুযায়ী মাস্টার্সের আগে রিসার্চের সাথে ইনভল্ভ হওয়ার তেমন সুযোগ থাকে না। তবে চাইলে যে কেউ এমন  সেকেন্ডারি ডাটা নিয়ে রিসার্চ করতে পারেন। তাছাড়া শিক্ষকদের কাছে বিভিন্ন প্রজেক্ট থাকে যেগুলোতে তারা চায়লে সুযোগ দিতে পারেন। আপনাদের সুযোগ করে নিতে হবে। 

পেপার লিঙ্কঃ  On news reports of the Ganges River dolphin (Platanista gangetica), Bangladesh (researchgate.net)