গত ২৭ মে ২০২৪, সোমবার, সকাল ১০.০০ ঘটিকায় ১৬তম “Save The Frogs Day 2024” উপলক্ষ্যে প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হামিদা খানম, সভাপতি, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ নিয়ামুল নাসের, আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন ক্লাব এবং অধ্যাপক ড. মোঃ ছগীর আহমেদ, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি। অনুষ্ঠানে ব্যাঙ সংরক্ষণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শেফালী বেগম, চেয়ারম্যান, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ফটোগ্রাফি প্রতিযোগিতা, সচেতনতামূলক পোস্টার বানানো, ব্যাঙ চেনা ও কুইজ প্রতিযোগিতা, ব্যাঙের ডাক নকল করা প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকৃতি বিষয়ক বিভিন্ন লেখালেখির জন্য 'প্রকৃতির বার্তাবাহক' সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, এ বছরের Save The Frogs Day 2024 অ্যাওয়ার্ডি হয়েছেন মোঃ ফজলে রাব্বী, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিজয়ী প্রতিযোগীদের পরিচিতি
প্রতিযোগিতার নাম বিজয়ীর নাম প্রতিষ্ঠান
ফটোগ্রাফিঃ
মির্জা মোঃ মুন হৃদয় (১ম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উম্মে খাদিজা ইভা (১ম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়
সজীব বিশ্বাস (২য়)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
রিপন চন্দ্র রায় (৩য়) - ঢাকা বিশ্ববিদ্যালয়
সচেতনতামূলক পোস্টারঃ
তনিমা তাবাসসুম তমা (১ম)- ঢাকা বিশ্ববিদ্যালয়
তাকিয়া রাইসা (২য়)- ঢাকা বিশ্ববিদ্যালয়
মোমেনা রহমান (৩য়)- ঢাকা বিশ্ববিদ্যালয়
মুনিহা রহমান (৩য়)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ব্যাঙ চেনা ও কুইজঃ
উজ্জ্বল দাস-নাতাশা (১ম)- ঢাকা বিশ্ববিদ্যালয়
জয়-রুনু (২য়) -ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাঙের ডাক নকল করা
তফসির উদ্দিন খান (১ম)- ঢাকা বিশ্ববিদ্যালয়
উজ্জল দাস (২য়) - ঢাকা বিশ্ববিদ্যালয়
0 Comments